demo
Times24.net
দক্ষিণখানে এনপিএস-গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার শাখা অফিস উদ্ভোধন
Friday, 08 Nov 2019 23:35 pm
Times24.net

Times24.net


শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর দক্ষিণখানে শুক্রবার ৮ নভেম্বর বিকেল ৪টায় থানার পাশে  এনপিএস-ন্যাশনাল প্রেস সোসাইটি,গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর উত্তর জোনের নতুন অফিস উদ্ভোধনের আয়োজন করা হয়। এ সময় সাংগঠনিক আলোচনা ও দোয়া শেষে উদ্ভোদন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অত্র মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এড.মাহবুবুল ইসলাম অফিস উদ্ভোধন করেন। উদ্ভোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শারমিন ইসলাম লাবনী,ঢাকা মহানগর উত্তর জোন কমিটির সভাপতি মোঃ রিপন মিয়া,সাধারণ সম্পাদক এসএম পান্না,সহঃ সাধারণ সম্পাদক বদরুল আলম,ভাইস প্রেসিডেন্ট শামীম চৌধুরী,মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার লিমা সহ আরও অনেক এনপিএস কর্মকর্তা ও সদস্য। পরে এনপিএস-ন্যাশনাল প্রেস সোসাইটি,গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর উত্তর জোন কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে আগত অতিথিদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।