demo
Times24.net
প্রাণ বন্ধু কালা
Friday, 08 Nov 2019 15:48 pm
Times24.net

Times24.net


লেখক: মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
আমার বন্ধু কাঁলাচান
করে মনের আলাপন
ঘুইরা ঘুইরা দেহে
মন করে বড় আনচান।

বন্ধু দেখতে বালা না
মনডা কালা না
হাসি বড় মিষ্টি
করে না রে ছলনা।

বন্ধু পাশে যহন আসে
খিলখিলাইয়া হাসে
হাতটা ধইরা বহে
বুঝেনা, বুঝতে চায় না রে, কেউযে আছেরে আশে পাশে।

বন্ধুর মনটা রড় বালা
বুঝেনা সাদা কালা
আষ্টেপিষ্টে ঝাপটাইয়া ধরে
বাজায় ভালবাসার বেহালা।

এমন কালারেই চাই বারমাস
পাশে করুক ভালবাসার হাসপাস
আকড়াইয়া থাকুক রে আমারে
এ যেন ভালবাসারই আভাসরে।