demo
Times24.net
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত
Sunday, 03 Nov 2019 19:35 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত। দেশটি মনে করে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক হবে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এসব কথা বলেছেন। রবিবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে জানান, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি এর সঙ্গে জড়িত সবার জন্য ভালো হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জয়শঙ্কর আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগে সহায়তা করবে ভারত।