demo
Times24.net
পার্শ্বচরিত্রের কারণেই মূখ চরিত্রগুলো শক্তিশালী হয়
Friday, 11 Oct 2019 00:44 am
Times24.net

Times24.net

আহমেদ সাব্বির রোমিও, বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ঢাকা :  নাটক, সিনেমায় মূখ্য চরিত্র গুলো কে  প্রানবন্ত ভাবে  ফুটিয়ে তোলার জন্য পার্শ্বচরিত্রের ভূমিকা অপরিসীম।  মূলত  পার্শ্বচরিত্রের সহযোগিতার কারণেই মূখ্য চরিত্রগুলো শক্তিশালী হয়ে দর্শকদের সামনে ভেসে ওঠে।কিন্তুু এই  পার্শ্বচরিত্রের অভিনয় শিল্পীরাই সবচাইতে অবহেলিত থাকেন! এমনো হয় স্যুটিং শেষে রাত বেশী হলে বাড়ি ফেরার জন্য অনেক সময় ইউনিটের গাড়িতে তাদের  জায়গা হয়না।  নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে নিজ দায়িত্বে বাড়ি ফিরতে হয়। সারা দিনের স্যুটিং শেষে অনেক সময় দেখা যায় সন্মানীটাও দেওয়া হয় না। বলা হয় বিকাশ নাম্বার টা দিয়ে যাও পরে পাঠিয়ে দিবে।স্যুটিং লোকেশনে থাকার, খাবার পরিবেশনেও বৈষম্য দেখা যায়।  এমনটি বলছিলেন মডেল/অভিনেত্রী রানী। ময়মনসিংহের মেয়ে  রানী ঢাকায় এসেছিলেন চলচ্চিত্রের  রংগিন জগতের "রানী" হবার স্বপ্ন নিয়ে।  কিন্তুু রানী"র  "চলচ্চিত্রের রানী " হবার  স্বপ্নটা যেন স্বপ্নই থেকে গেলো!   মিডিয়া প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কারণে এখনো লেগে আছেন মিডিয়ার পিছনে।মনের সাথে যুদ্ধো করে  অভিনয় করে চলেছেন তিনি। বড়ো পর্দায় নায়িকা হবার স্বপ্ন পূরণ  না হলেও  স্বপ্ন দেখেন,একজন সফল অভিনেত্রী হবার।   গত তিন বছরে প্রায় ২০০ মতো শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন  তিনি।খন্ড নাটক করেছেন ২০টির মতো।  ক্যামেরার সামনে প্রথম আছেন একটি মিউজিক ভিডিওর মাধ্যমে।মিডিয়ার শুরুতে অনেক কস্ট করতে হয়েছে তাকে। অনেক কাজেই " কথা কাজের " মিল পাননি তিনি। তারপরও  লেগেছিলেন, অনেক সংগ্রাম করে এখনো  টিকে আছেন।   ছোট ছোট চরিত্রে অভিনয় করে রানী এখন মূখ্য চরিত্রে অভিনয় করছেন।  হোক না সেটা শর্ট ফিল্ম বা  খন্ড নাটক ! রানী তার অভিনয় দক্ষতা দিয়ে এগিয়ে যেতে চান অনেক দূর।  মিডিয়ায় একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নিজেকে।স্বপ্ন দেখেন ভালো অভিনেত্রী হবার।