demo
Times24.net
আবার বিয়ে করছেন পিয়া
Tuesday, 24 Sep 2019 00:10 am
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী পিয়া বিপাশা। গত জুলাইয়ে তার আংটি বদল হয়ে গেছে। সম্প্রতি সে খবর প্রকাশ্যে এসেছে। তবে এ বছর বসছে না বিয়ের আসর । এর জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এমনটা জানিয়েছেন পিয়া নিজেই। কিন্তু পাত্র কে? এ বিষয়ে অভিনেত্রী পিয়া জানান, তার হবু স্বামী একজন সেনা সদস্য। তিনি ইউরোপের নাগরিক। এর বাইরে হবু স্বামীর বিস্তারিত পরিচয় এখনই জানাতে নারাজ পিয়া। বলেন, সময় হলে সব কিছুই জানতে পারবেন।এর আগে একবার বিয়ে হয়েছিল পিয়া বিপাশার। ভালোবাসার বিয়ে। সে সংসারে সোহানা রহমান সোহা নামে একটি মেয়েও আছে। বেশিদিন টেকেনি সে সংসার। তবে এবারের বিয়েটা পারিবারের পছন্দে করছেন বলে জানান অভিনেত্রী। ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন পিয়া বিপাশা। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হন। ২০১৩ সালে শুরু করেন নাটকে অভিনয়। এ যাবত ৫০টিরও বেশি নাটকে দেখা গেছে তাকে। ২০১৬ সালে অভিনয় করেন ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ নামে একটি চলচ্চিত্রেও।

সূত্র: ঢাকাটাইমস।