demo
Times24.net
দক্ষিণখান ফায়দাবাদে জাতীয় শ্রমিক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
Friday, 13 Sep 2019 16:38 pm
Times24.net

Times24.net


শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : গত  ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো দক্ষিণখান থানাধীন শ্রমীকলীগে বর্ধিতসভা। উক্ত বর্ধিতসভায়  উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন মোতালেব মিয়া (কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সভাপতি-জাতীয় শ্রমিক লীগ,ঢাকা মহানগর উত্তর),আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শানীন আহম্মেদ শাহীন (সহ-সাংগঠনিক সম্পাদক,ঢাকা মহানগর উত্তর এবং সাধারন সম্পাদক-জাতীয় শ্রমীক লীগ,ঢাকা মহানগর উত্তর),উপস্থিত ছিলেন মোঃবাবুল গাজী (সহ-সভাপতি,জাতীয় শ্রমীক লীগ), ইউসুফ ভান্ডারি (সহ-সভাপতি,দক্ষিনখান থানা জাতীয় শ্রমিক লীগ),শামীম মাস্টার ( যুগ্ন-সাধারন সম্পাদক,দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগ), সালমান দেওয়ান (সভাপতি, ৪৮ নং ওয়ার্ড,দক্ষিণখান থানা,জাতীয় শ্রমিক লীগ) ,মঞ্জুর হোসেন মজনু (সহ সভাপতি,৪৭ নং ওয়ার্ড দক্ষিণখান,জাতীয় শ্রমিক লীগ) এছাড়া ৪৭,৪৮,৪৯ ও ৫০ নং ওয়ার্ডে শ্রনিক লীগ কর্মীরা। কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় দক্ষিণখান,ফায়দাবা ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। শ্রমীক লীগের শানীন আহম্মেদ শাহীন (সহ-সাংগঠনিক সম্পাদক,ঢাকা মহানগর উত্তর এবং সাধারন সম্পাদক-জাতীয় শ্রমীক লীগ,ঢাকা মহানগর উত্তর) বলেন শ্রমীক লীগে কার্যক্রম আরো শক্তিশালি করতে হবে এবং নেতা-কর্মীদের কাজে সক্রিয় হওয়ার আহবান করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি মোঃ মোতালেব মিয়া (কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড) তিনি বলেন শ্রমিক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন,এই সংগঠনকে আরো শক্তিশালি করতে হবে।তিনি আরো বলে প্রত্যেক  থানা ও ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ সবাইকে সক্রিয় হয়ে কাজ করে শ্রমিক লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন। উক্ত বর্ধিতসভায় সঞ্চালনায় ছিলেন আমিনুল ইসলাম সেলিম ( শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক- দক্ষিণ খান থানা,জাতীয় শ্রমিক লীগ)।উক্ত বর্ধিত সভা বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়ে সন্ধায় সমাপ্তি হয়।