demo
Times24.net
শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবীর আবেগঘন স্ট্যাটাস
Wednesday, 14 Aug 2019 12:01 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: শ্রীদেবী বলিউড ছেড়ে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে। দুবাইয়ের একটি হোটেলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ছিল তার জন্মদিন।কাজেই বহু বলিউড তারকা এই অভিনেত্রীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে আজ তাকে স্মরণ করেছেন। তবে সবার মনে ছুঁয়ে গেছে তার মেয়ে জাহ্নবী কাপুরের একটি পোস্ট। মায়ের কোলে বসে তোলা পুরনো একটি ছবি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালোবাসি। আজ তোমায় বড্ড মিস করছি।সেই ছবি ও পোস্ট দেখে ভক্তদের চোখে জল এবং মুখে হাসি। শ্রীদেবী বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৬ বছর।এদিন জাহ্নবীর সঙ্গে শ্রীদেবীকে স্মরণ করেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরও। তিনি বলেন, অনেক পুরনো স্মৃতি আজ ভিড় করে আসছে। কিছু স্মৃতি মনে পড়লে আনন্দে মন উচ্ছ্বল হয়ে ওঠে। কিছু স্মৃতি চোখ ভিজিয়েও দিচ্ছে।বলিউডের এই চিরসবুজ অভিনেত্রীকে স্মরণ করেন ডিজাইনার মণীশ মালহোত্রাও। শ্রীদেবীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তোমায় মিস করছি শ্রী।শাহরুখ খানের সঙ্গে জিরো ছবিতে তার অভিনয়কে স্মরণ করে এবছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বিশেষ সম্মান জানাবে শ্রীদেবীকে।এই ছবি নিয়ে শ্রীদেবী মোট ৩০০ টি ছবিতে অভিনয় করেন। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারতের কেন্দ্রীয় সরকার।