demo
Times24.net
মোহাম্মদপুরে গ্যাংস্টার গ্রুপের ২২ সদস্য গ্রেফতার
Monday, 29 Jul 2019 01:04 am
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রোববার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্যাংস্টার গ্রুপের ২২ সদস্য গ্রেফতার করেছে। এরমধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসী ৮ জন রয়েছেন। তারা হলেন-গ্যাংস্টার গ্রুপ "লাড়া দে" এর প্রধান মিম, সেকেন্ড ইন কমান্ড নাঈম, জিসান, অভিক, বিচি হৃদয়, ডিকে সানি ও গ্রুপ ‘লেভেল হাই’ এর প্রধান  পিচ্চি মানিক, শাকিল। বাকিদের নাম জানা সম্ভব হয়নি। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুর এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও জমিদখলসহ সব ধরনের অপরাধে সাথে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, মারামারিসহ তেজগাঁও জোনের বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঢাকায় এখন পর্যন্ত ৩২টি গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে দেশে এই গ্যাং গ্রুপের শুরুই হয়েছে মোহাম্মদপুর থেকে।