demo
Times24.net
ইয়েমেনে সামরিক হেডকোয়ার্টার সৌদির কাছে হস্তান্তর করল আমিরাত
Thursday, 11 Jul 2019 16:57 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী ইয়েমেনের পূর্ব উপকূলে অবস্থিত তাদের হেডকোয়ার্টার সৌদি ও সুদানি সেনাদের কাছে হস্তান্তর করেছে। এরইমধ্যে সেখান থেকে আমিরাতের সব সেনা নিজ দেশে ফিরে গেছে। এই হেডকোয়ার্টারটি ইয়েমেনের তায়িজ প্রদেশে অবস্থিত। অনলাইন নিউজ পোর্টাল ‘আল-মাসদার’ জানিয়েছে, ওই হেডকোয়ার্টারে বর্তমানে সৌদি আরবের প্রায় ১০০ সেনা অবস্থান করছে। সেখানে মোতায়েন বেশিরভাগ সেনাই সুদানি বলে জানা গেছে। সৌদি ও সুদানি সেনারা সামরিক সরঞ্জামসহ হেডকোয়ার্টারে এসেছে। সেখানে তারা একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘পেট্রিয়ট’ মোতায়েন করেছে যাতে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে হেডকোয়ার্টারকে রক্ষা করা যায়।এছাড়া সংযুক্ত আরব আমিরাত এক সপ্তাহ আগে হুদায়দা প্রদেশের একটি ঘাঁটি থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে। বার্তা সংস্থা এএফপিও জানিয়েছে, আমিরাত সরকার ইয়েমেন থেকে বিপুল সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে। আমিরাত সংঘাতের পরিবর্তে শান্তি চায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাতি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।তবে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধের আশঙ্কা থেকেই এ ধরণের পদক্ষেপ নিয়েছে আমিরাত। কারণ আমিরাত সরকার আশঙ্কা করছে যুদ্ধ বাঁধলে ইরান আবুধাবির ওপর প্রতিশোধ নিতে পারে।

ইয়েমেনে সামরিক হেডকোয়ার্টার সৌদির কাছে হস্তান্তর করল আমিরাত

সূত্র: পার্সটুডে।

ইয়েমেন থেকে ব্যাপক সংখ্যক সেনা সরিয়ে নিল আমিরাত

আমেরিকার স্পেয়ার অপারেশন্স গ্রুপের সদস্যদের সঙ্গে আব্রাহাম গোলানকে (ডান থেকে দ্বিতীয়) দেখা যাচ্ছে