demo
Times24.net
শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া সেই রোহিঙ্গা জঙ্গিসহ ৪ জন গ্রেফতার
Wednesday, 10 Jul 2019 16:31 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা জঙ্গিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  কুয়ালালামপুর থেকে গ্রেফতারকৃতদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিল। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুর পুলিশ গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনোর নাগরিক। কুয়ালালামপুর পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আবদুল খালেক। সে পেশায় নির্মাণ শ্রমিক। এ বিষয়ে দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, গত ২৪ জুন হুমকিদাতা ঐ রোহিঙ্গা যুবক, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য। এরই সূত্র ধরে, দেশটির বিভিন্ন জায়গা থেকে গত ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এই ৪ জঙ্গিকে আটক করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম বিভাগ।