demo
Times24.net
মালিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ৯৫ জন নিহত
Tuesday, 11 Jun 2019 00:51 am
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: মালিতে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। রবিবার রাতভর চলা দাঙ্গায় নিহত ব্যক্তিরা একই গ্রামের অধিবাসী। তারা সকলেই ডগন সম্প্রদায়ভুক্ত। সোমবার দেশটির প্রশাসনিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই গণহত্যায় অভিযোগের আঙুল উঠেছে প্রতিদ্বন্দ্বী ফুলানি সম্প্রদায়ের দিকে। জানা গেছে, রবিবার রাতে মোপটি অঞ্চলে সোবানে-কউ গ্রামে অতর্কিতে হানা দেয় বন্দুকধারী বাহিনী।  গ্রামটিতে প্রথমে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে বের হলে সারারাত গ্রামবাসীদের নিশানা করে এলোপাথারি গুলি চালানো হয়। মালির প্রশাসন জানায়, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ১৯ জন বাসিন্দার খোঁজ মিলছে না।
এদিকে, দায় স্বীকার করে এখনও পর্যন্ত কোনও সংগঠন বিবৃতি দেয়নি। তবে ডগন সম্প্রদায়ের চিরশত্রু যাযাবর শ্রেণির ফুলানি জাতিকে সন্দেহ করা হচ্ছে।  ফুলানিদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মালিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা; নিহত ৯৫
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত বেধেছে। চলতি বছরের গোড়ার দিকে, ডগনদের হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন ফুলানি। 


সূত্র: এএফপি।