demo
Times24.net
ঈদের পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবারও ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ
Thursday, 06 Jun 2019 14:45 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে ঈদুল ফিতর পার হয়ে গেলেও ঈদযাত্রা শেষ হয়নি। ঈদের পরদিন আজ বৃহস্পতিবারও ঢাকা ছাড়ছে বিপুলসংখ্যক মানুষ। ঢাকার বিভিন্ন বাস, রেল ও বিমানবন্দরে আজ মানুষের ঢল নেমেছে। নিধার্রিত সময়ে ট্রেন আসায় এবং ছেড়ে যাওয়ায় ট্রেনযাত্রীদের বিড়ম্বনাও হচ্ছে কম।আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সময়মতোই দেশের বিভিন্ন রুটের ট্রেনগুলো ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে। একই রকম চিত্র দেখা গেছে, ঢাকার বাস টর্মিনাল, সদরঘাট লঞ্চগুলোতে।