demo
Times24.net
তামিমের হাতে চিড় ধরা পড়েনি : বিসিবি
Saturday, 01 Jun 2019 12:02 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তামিম ইকবাল খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিলেও সুখবর দিয়েছে এক্স-রে রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী কোনো চিড় ধরা পড়েনি তামিমের হাতে। অবশ্য এখনই তামিমকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য ফিট ঘোষণা করছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'তামিমের এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলার সম্ভাবনা যাচাইয়ের জন্য শনিবার তার আরও পরীক্ষা-নিরীক্ষা হবে।'

উল্লেখ্য, গতকাল শুক্রবার লন্ডনের ওভালে সকাল থেকেই নিবিড় অনুশীলন করছিল বাংলাদেশ দল। অনুশীলনের প্রায় শুরু থেকেই নেটে ব্যাটিং করছিলেন তামিম। পেস, স্পিন বিভিন্ন রকমের বল খেলে নিজেকে ঝালাই করছিলেন তিনি। তবে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে হুট করে একটি বল তার হাতে এসে লেগে যায়। এতে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় আর অনুশীলন না চালিয়ে সোজা মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এই চোটের আগেও উরুর ওপরের দিকে টান লাগায় মঙ্গলবার কার্ডিফে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি এই ওপেনার।