demo
Times24.net
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর : আশার আলো দেখছে দূতাবাস
Tuesday, 28 May 2019 17:31 pm
Times24.net

Times24.net


এমএবি সুজন, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বিদেশি শ্রমিকদের জন্য দরজা খুলছে জাপান। শ্রমিক নেয়ার বিষয়ে যে আটটি দেশের সঙ্গে চুক্তি করেছে সূর্যোদয়ের দেশটি; তার তালিকায় রাখেনি বাংলাদেশের নাম। কর্মসংস্থানের সুযোগ নির্ভর করছে জাপান সরকারের ওপর। তবে এখনো আশার আলো দেখছে বাংলাদেশ দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাবাব ফাতেমা এমন মন্তব্য করেন।