demo
Times24.net
সার্থকও হোক ভালোবাসা
Saturday, 11 May 2019 09:41 am
Times24.net

Times24.net


লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
রংধনু মনে রঙের খেলা
সাতরংই যেন ধরা দেয় 
তার পানে আমি দুয়ার খুলি 
সে কি তা দেখতে না পায় রে, দেখতে কি সে না পায়।

রং বেরঙের কত ঘুড়ি 
নাটাই বিহীন মনোআকাশে 
দূর সীমানায় অসীমে ছুটে
বাস্তবে কি ধরা দেয় সহাস্যে।

তবু হাসি মুখ, সদা চঞ্চল 
প্রজাপতির ডানায় ভর করে উড়ে বহুদূর 
ধরা দিতে চায়, দ্বিধা সংশয় 
মিলনের পথ জানিনা কতদূর।

অসীমের পানে দৃষ্টি মেলে ধরা 
সাগর আকাশকে মিলিয়ে ফেলা হয় প্রায়শঃই
প্রাণের মানুষ যেন প্রাণেই থাকে 
সার্থকও হয় যেন প্রত্যেকের ভালোবাসা সহজেই।