demo
Times24.net
নরসিংদীতে বাসচাপায় সড়কে প্রাণ হারালেন ৩ জন
Thursday, 09 May 2019 11:38 am
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর কৌন্ধারপাড়া ও সবুজপাহাড় কলেজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে শিবপুর সবুজপাহাড় কলেজ এলাকায় ওই বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহতদের মৃতদেহ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে শিবপুরের কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।