demo
Times24.net
দেশ আমার
Saturday, 27 Apr 2019 10:01 am
Times24.net

Times24.net


লেখক: মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
সাদা ধবধবে মখমলে চাদরে 
ঢেকে গেছে প্রান্তর
শরৎ বলছে এমন কাঁশফুলে 
ভরে গেছে অন্তর।
ঋতুর আবর্তে, বর্ষার আমন্ত্রণে
 বৃষ্টি পড়ছে এমন
মন বিষাদে ঘরে বসে থাকব
 সে কথা মনে নেই তেমন।
স্যাঁতস্যাঁতে কাদায় পথ হারিয়েছে কোথায়
জলে জলে ভরেছে, নালা খাল নদী
ফসলের ক্ষেতে ঝাপটা বাতাসে
মৃদু মন্দ দোলে ভেসে উঠে বুঝি ধানের ছবি।
আহা কত সুখ 
আহা কত সুখ
পুকুরে, নদীতে
মাছেরতো নেই দুখ।
কুলু কুলু স্রোতে
নদী ছুটে সাগর পানে
ইলিশ মাছেরা 
নদী পানে আসে কোন টানে।
নাম না জানা, কত ফুলে 
শিশির বিন্দু পরে
রোদের কিরণে 
ফুল রেনুতে মুক্তা যেন ঝরে।
আধোভেজা ভ্রমর 
ঢোলকলমির সনে
প্রকৃতির কত খেলা খেলে যায়,
এ মোহ তানে।
শীত চলে যায়
বৃক্ষ পাতা হারায়
বসন্তের হাওয়ায় 
ফুলেরা কথা কয়।
আম্র কাননে 
যেন মঞ্জুরীর আরাধনা
কাঠাল মুচিদের 
বেড়ে উঠার সেকি সাধনা।
কৃষ্ণচূড়ার, ডালে, ডালে 
কচি পাতার নতুন আগমন
কন্টক পাতার আড়ালে
 খেজুর মাদির অবগাহন।
বসন্তের কোকিল মাতোয়ারা
কুহু কুহু ডাকে
লিচুর কুড়ি ঐ 
ডালের ফাকে ফাকে।
এইতো আমার সোনাফলা দেশ
 সোনাফলা প্রাঙ্গণ
যেখানেই যাই, যতদূরেই থাকি
 বুকে যেন থাকে বাংলার এই অঙ্গন।