demo
Times24.net
দেশের লম্বা মানুষ জিন্নাত আলী প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার পর এবার পেলেন গর্জনিয়া বাজারে দোকান ঘর
Friday, 12 Apr 2019 19:32 pm
Times24.net

Times24.net


এস এম হুমায়ুন কবি, টাইমস ২৪ ডটনেট, কক্সবাজার জেলা প্রতিনিধি: রামু উপজেলার গর্জনিয়ার দেশ দীর্ঘতম মানব জিন্নাত আলীকে প্রধান মন্ত্রী চিকিৎসা সহায়তা দেয়ার পর এবার পেল জিন্নাতের নামে সরকারীভাবে বরাদ্ধকৃত দোকান ঘর। এই দোকান ঘরটি (৯ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্টানিকভাবে উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো: লুৎফুর রহমান,সহকারি কমিশনার (ভুমি)রামু চাইথোয়াইহলা চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন তহসিলদার মোঃ সাহেদ,ইউপি চেয়ারম্যান আবু ঈসমাইল মো: নোমান,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,রামু পূর্বাঞ্চল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির,সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান সোহেল, সাংবাদিক মাঈন উদ্দীন খালেদ,সদস্য মো, ইউনুছ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ নেতা এম,সেলিম, শ্রমিকলীগ সভাপতি আবু তালেব, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ।
উল্লেখ্য, দেশের সবচেয়ে দীর্ঘতম দেহের অধিকারী অসুস্থ জিন্নাতের বিনামূলে চিকিৎসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ২০১৮ সালের অগষ্ট মাসে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল জাতীয় সংসদে তাকে নিয়ে যান।এসময় প্রধানমন্ত্রী তার অসুস্থতার কথা জেনে বিনামূল্যে জিন্নাতের চিকিৎসার নির্দেশনা দিলে, র্দীঘ মানব জিন্নাত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ফরিদ উদ্দিনের অধিনে চিকিৎসা নেন। তাছাড়া প্রধান মন্ত্রী জিন্নাত আলীকে সংসার চালানোর জন্য কিছু অনুদানসহ একটি দোকান ঘর ও একটি বাড়ি করে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
এ প্রশ্নের জবাবে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি মোতাবেক দেশের দীর্ঘতম লম্বা মানুষ জিন্নাত আলী কে উপহারের ঘর টি অতি সম্প্রতি নির্মানের কাজ শুরু হবে বলে জানান।