demo
Times24.net
টাইগারদের ৩৩২ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের
Thursday, 06 Dec 2018 14:36 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পালা। তবে ওয়ানডে সিরিজ যে সহজ হবে না-তার প্রমাণ মিলল প্রস্তুতিতে। এ ম্যাচে রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। বিসিবি একাদশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে তারা ।


বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কত্ব করলেও টস করেননি মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে টস করেন রুবেল হোসেন। যেখানে হেরে যান তিনি। টস জিতে প্রথমে ব্যাটিং নেন সফরকারী দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল।