demo
Times24.net
শ্যাম কালা বন্ধুরে তুই
Thursday, 06 Dec 2018 10:35 am
Times24.net

Times24.net


লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
নিঠুর পাষাণ শ্যাম কালা তুই 
শ্যাম কালা রে তুই বুঝলি না মোর মন 
তোর লাগি যে সকাল সন্ধ্যা রাত্রি কাটে 
বুঝবি বল আর কখন।

পাথরের লাহান অন্তর রে তোর 
বৃষ্টির লাহান আমি ঝইরা ঝইরা পরি 
তোর বুকে তবু ঠাঁই হয় না মোর
অপেক্ষায় অপেক্ষায় মোহনায় যেন মরি।

হিংসায় হিংসায়  জইলা পুইড়া মরি 
পুইড়া মরি দেহি যখন অন্যর সনে তোর ভাব
আমি তো আর কোকিল না রে কালা 
আমার ডিমে তো কাকরে দিতে দিমুনা তাপ।

তোর অপেক্ষায় প্রহর গুনছি
তোর অপেক্ষায় থাকুম রে কালা 
যতই তুই সুমধুর বাঁশি শুনাস অন্য রে
আমার চাইতেতো তুই পাবিনা আর অন্য কাউরে বালা রে।