demo
Times24.net
ডিএফজেএফ’র নতুন কমিটি গঠন সভাপতি লায়েকুজ্জামান, সম্পাদক অমরেশ
Thursday, 06 Dec 2018 09:50 am
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামানকে সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়কে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (ডিএফজেএফ) ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সাধারণ সভা থেকে ২০১৯-২০ সালের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আছাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার হাবিব রহমান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মাসুদ রানা, প্রচার সম্পাদক দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার আরাফাত জোবায়ের ও দফতর সম্পাদক লিড-নিউজ২৪.কমের নিউজ ডেস্ক ইনচার্জ শাহ জগলুল মেহেদী।   কার্যনিবার্হী সদস্যরা হলেন- ডেইলি সানের বিশেষ প্রতিনিধি ইসারফ হোসেন ইসা, আরটিভির উপ-বার্তা প্রধান রাজীব খান ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম।