demo
Times24.net
নওগাঁয় নিজ বাসায় আ'লীগনওগাঁয় নিজ বাসায় আ'লীগ সভাপতি খুন
Wednesday, 05 Dec 2018 01:04 am
Times24.net

Times24.net

ওগাঁ (পত্নীতলা) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক হোসেন (৭৫) খুন হয়েছেন। এ সময় তার গাড়িচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাহমুদপুর গ্রামে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, তিনি দলীয় কাজ শেষে পার্টি অফিস থেকে বাড়ি আসার পর ঘরের ভেতরে ওত পেতে থাকা দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে তিনি খুন হন।