demo
Times24.net
বিয়ের পর প্রথম প্রকাশ্যে প্রিয়াঙ্কা-নিক
Tuesday, 04 Dec 2018 21:16 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, বিনোদন ডেস্ক: ভারতের যোধপুরের উমেদ ভবনে চলছিল বিয়ের অনুষ্ঠান। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা নিক জোনাসের বিয়ে উপলক্ষে গত দুদিন ধরে সেখানে চলছিল মহাযজ্ঞ। বিয়ের দুই দিন সোমবার প্রথম প্রকাশ্যে এসেছেন এ তারকা জুটি। নিকের হাত ধরে নববধূ প্রিয়াঙ্কা প্রথম ক্যামেরার সামনে আসেন। তারা প্রকাশ্যের আসার সঙ্গে সঙ্গে শুরু হয় পাপারাতজিদের ফ্ল্যাশ যুদ্ধ। সিঁথিতে লম্বা করে সিঁদুর টেনে সবুজ রঙের শাড়ি পরে হাঁটছিলেন প্রিয়াঙ্কা। তার হাতে ছিল এক গোছা চুড়ি। নতুন বউ সাজে অন্যরকম দেখাচ্ছিল এই দেশি-গার্লকে। প্রিয়াঙ্কা-নিক যখন উমেদ ভবন থেকে বাইরে আসেন তখন তাদের মুখে ছিল চওড়া হাসি। কিন্তু ক্যামেরার ঝলকের চাপে বেশিক্ষণ থাকতে পারেননি তারা।