demo
Times24.net
জলবায়ু সম্মেলনে ন্যায্য হিস্যার আবেদন জানাবে ঝুঁকিপূর্ণ দেশগুলো
Tuesday, 04 Dec 2018 00:36 am
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পোল্যান্ডে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যায্য হিস্যা দেওয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার পোল্যান্ডে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে এ দাবি জানানোর কথা রয়েছে। এএফপির খবরে বলা হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রের পানির স্তুর বৃদ্ধির ফলে বন্যা এবং ভয়াবহ খরায় বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ, হন্ডুরাস ও নাইজেরিয়ার মতো দেশগুলোর প্রেসিডেন্ট এই সিওপি ২৪ শীর্ষ সম্মেলনের যোগ দিচ্ছেন বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের পর্যালোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্যারিস জলবায়ু সম্মেলনে অংশগ্রণকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে সম্মত হয়। প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা দুই সপ্তাহে কীভাবে ওই লক্ষ্যমাত্রাগুলো পারস্পারিক সমঝোতার মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, তা চূড়ান্ত করবে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের গতির চেয়ে মানুষের গৃহীত পদক্ষেপগুলো অনেক ধীর গতিতে বাস্তবায়িত হচ্ছে। কারণ বিভিন্ন দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ইস্যুতে বিরোধ রয়েছে। প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলো যেন তাদের অর্থনীতিকে পরিবেশবান্ধব করতে পারে, সেজন্য ধনীদেশগুলোকে তহবিল প্রদান করতে বলা হয়েছিল। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য ধনী দেশগুলোই মূলত দায়ী। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বের হয়ে আসেন।
সূত্র: এএফপি।