demo
Times24.net
ব্যঙ্গকারীদের প্রেসিডেন্ট ভবনে দাওয়াত এরদোগানের
Thursday, 11 Oct 2018 21:14 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে ব্যঙ্গ করে হাতি, উট, ব্যাঙ ও অন্যান্য পশুদের প্রতিকৃতি এঁকে ব্যানার প্রদর্শন করেছিরেন ৪ শিক্ষার্থী। চলতি বছর মিডলইস্ট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তারা এ কাণ্ড ঘটানোর পর গ্রেফতার হয়। ১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায় ওই ৪ শিক্ষার্থী। জামিনে মুক্তি ও বিচারকাজ চলা অবস্থায় এবার সেই ব্যঙ্গকারীদের প্রেসিডেন্ট প্যালেসে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন এরদোগান।

ওই ৪ শিক্ষার্থী প্রেসিডেন্টের বাসভবনে এরদোগানের সঙ্গে চা পানের আমন্ত্রণে রাজি হয়েছেন।