demo
Times24.net
অভিযান চলছে, পঞ্চম থাই কিশোর উদ্ধার (লাইভ)
Monday, 09 Jul 2018 16:53 pm
Times24.net

Times24.net

টাইমস ২৪ ডটনেট, থাইল্যান্ড থেকে: থাইল্যান্ডের গভীর গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। ৯ জুলাই সোমবার বাংলাদেশ সময় বেলা ১টার (স্থানীয় সময় ২টা) দিকে থাই নেভির একজন কর্মকর্তা অভিযান শুরুর তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে ৮ জুলাই রবিবার ৪ জনকে বের করে আনতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। সোমবার সন্ধায় পরিবারের সদস্যরা হাসপাতালে তাদেরকে দেখতে পারবেন। তবে তাদেরকে দূর থেকে দেখতে হবে। রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানান প্রধান কমান্ডার নারোংসাক ওসোটানাকোর্ন। ওই সময় তিনি জানান, ছেলেদের মনোবল শক্ত আছে, তারা যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং বাইরে বেরিয়ে আসতে বদ্ধপরিকর। ১৩ জন উচ্চপ্রশিক্ষিত বিদেশি ও পাঁচজন থাই নেভি উদ্ধারকারী ডাইভার এ অভিযানে অংশ নিয়েছেন।

লাইভ আপডেট (বাংলাদেশ সময়)

সোমবার ৪:০২ মিনিট- আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আকাশ কালো হয়ে গেছে। বৃষ্টি হলে গুহার ভেতর পানির উচ্চতা বেড়ে যাবে এবং উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হবে।

সোমবার ৪:০০ মিনিট- আটকে পড়া আরও এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধারকৃত কিশোরের সংখ্যা দাঁড়ালো পাঁচে। স্থানীয় সময় ৫টায় পঞ্চম কিশোরকে গুহা থেকে বাইরে বের করে আনা হয়। তাকে হেলকপ্টারে করে চিয়াং রাই প্রাচানুকরোহ হাসপাতালে নেওয়া হয়েছে। আগের উদ্ধারকৃত কিশোররাও এ হাসপাতালেই আছে। 

সোমবার ২:০০ মিনিট- কিশোরদের বরাত দিয়ে একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বৃষ্টির কারণে গুহামুখ আটকে যেতে পারেন, কিশোরদের এমন কোনো ধারণা ছিল না। 

সোমবার ১:৫৫ মিনিট- চিয়াং রাই প্রদেশের সাবেক গভর্নর নারোংসাক ওসোটানাকোর্নকে সম্প্রতি অন্য একটি প্রদেশে বদলি করা হয়েছিল। কিন্তু তার অসাধারণ নেতৃত্বগুণের কারণে তাকে এ উদ্ধার অভিযানের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এখন পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। জল্পনা আছে, তিনি থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

 
সোমবার ১:৪৮ মিনিট- গুহায় আটকে পড়া কিশোরদের ২৫ বছর বয়সী কোচ এক্কাপোল চানতাওংয়ের আন্টি বলেছেন, ‘আমি মানুষকে বোঝাতে চাই, ও (কোচ) খুব ভালো মানুষ। কিশোরদেরকে বিপদে ফেলার জন্য সে তাদেরকে ওই গুহায় নিয়ে যায়নি। ১০ বছর বয়সে সে তার বাবা-মাকে হারিয়েছে। জীবনে বহু কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। সে মানুষের সাহায্য করে, বিনিময়ে কিছুই প্রত্যাশা করে না।  বাবা-মা মারা যাওয়ার পর সে আমার ও আমার মায়ের কাছে বড় হয়েছে।’

কোচ এক্কাপোলের আন্টি।

উল্লেখ্য, কিশোরদের এভাবে গুহায় আটকে পড়ার পেছনে তাদের ২৫ বছর বয়সী কোচের ‘দায়িত্বহীনতাকে’ দোষ দিচ্ছেন অনেকে। তবে আটকা পড়া কিশোরদের পরিবার বলছে, তারা কোচকে দোষ দিচ্ছে না। 

সোমবার ১:২০ মিনিট- গুহার প্রবেশমুখে আরও কয়েকটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে।

সোমবার ১২: ৩০ মিনিট- দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় বেলা ২টার দিকে থাই নেভির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডুবুরিরা গুহার ভেতরে প্রবেশ করেছেন।

সোমবার ১২:২০ মিনিট- স্বাভাবিকভাবেই আজকের সবগুলো থাই সংবাদপত্রের পুরোটা প্রথম পাতায় রবিবারের উদ্ধার অভিযানের ছবি ও সংবাদের প্রাধান্য দেখা গেছে। সবগুলো হেডলাইনেই উদ্ধারকারী ডুবুরিদের ভূয়সী প্রশংসা করা হয়েছে। পত্রিকাগুলো বলছে, অত্যন্ত দক্ষ ডুবুরিদের কারণেই এ অসম্ভব কাজটি সম্ভব হয়েছে।

সোমবার ১২: ১৬ মিনিট- ঘটনাস্থলে উপস্থিত গার্ডিয়ানের একজন সাংবাদিক কিছুক্ষণ আগে জানিয়েছেন, অভিযানস্থলে কর্মচাঞ্চল্য হুট করে বেড়ে গেছে। ৪ ঘণ্টা আগে কর্মকর্তারা এ সাংবাদিককে জানিয়েছিলেন যে, কোনো ডুবুরি এখনো গুহার প্রবেশমুখে পৌঁছায়নি। কিন্তু এখন সেখানকার পরিস্থিতি দেখে তিনি ধারণা করছেন ডুবুরিরা হয়তো এসে পৌঁছেছেন। 

সোমবার ১২:১৫ মিনিট- উদ্ধার অভিযান শুরুর নতুন সময় ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে অভিযান শুরু করা হবে। পরপর দুটি এমন অভিযানের মাঝখানে ডুবুরিদের ১০-২০ ঘণ্টা বিশ্রামের প্রয়োজন।

 

সোমবার ১২:০১ মিনিট- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা আজ দিনের যেকোনো এক সময় উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে যাবেন।  

সোমবার ১২:০০ মিনিট- উদ্ধার অভিযানস্থলের পাশেই একটি খোলা জায়গায় একটু আগে একটি হেলিকপ্টার অবতরণ করেছে। এর কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সকেও অভিযানস্থলের দিকে যেতে দেখা গেছে। রবিবারও এখানে দুটি হেলিকপ্টার রাখা হয়েছিল। ছেলেদেরকে উদ্ধারের পরে এ হেলিকপ্টারেই করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

সোমবার ১১:৫৪ মিনিট- থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগের একজন পরিদর্শক কিছুক্ষণ আগে জানিয়েছেন, উদ্ধার হওয়া কিশোরদের পরিবার সোমবার সন্ধ্যায় হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু তাদেরকে স্পর্শ করা যাবে না। দূর থেকে দেখতে হবে। এর আগে থাইল্যান্ডের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, উদ্ধারের পর দুই একদিনের মধ্যে কিশোররা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। পরিবারকে কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। উদ্ধার হওয়া চার কিশোরকে চিয়াং রাই প্রাচানুকরোহ হাসপাতালের ১৩ তলায় রাখা হয়েছে। কিশোরদের জন্য পুরো ১৩ তলা খালি করা হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এনে জড়ো করা হয়েছে। যে ৯ জন এখনো গুহায় আটকা আছেন, উদ্ধারের পর তাদেরকেও এখানেই নিয়ে আসা হবে।

সোমবার ১০:৩০ মিনিট- কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আজকের অভিযান এখনো শুরু হয়নি। আমরা এখনো মিটিং করছি।

সোমবার ১০:২৫ মিনিট- মায়ে সাই প্রাসিটসার্ট স্কুলের কর্তৃপক্ষ বলছে, আটকে পড়া কিশোরদের মধ্যে ছয়জনই তাদের স্কুলের শিক্ষার্থী। কিশোরদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুতি শুরুর কথাও জানিয়েছেন স্কুলটির কর্তৃপক্ষ। 

 

ইতোমধ্যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন শিক্ষকরা। স্কুলটিতে বড় একটি ব্যানার টানানো হয়েছে। ওই ব্যানারে কিশোরদের প্রথম খুঁজে পাওয়ার মুহূর্তের কথোপকথনগুলো লিখে রাখা হয়েছে।

স্কুলটির একজন শিক্ষক জানিয়েছেন, সামনের সপ্তাহে যে পরীক্ষা আছে, সেখানে এ কিশোরদের অংশগ্রহণ করা লাগবে না।

সোমবার ১০: ১০ মিনিট- এই সেই চিয়াং রাই প্রাচানুকরোহ হাসপাতাল। চার কিশোরকে উদ্ধারের পর তাদেরকে এখানেই ভর্তি করানো হয়েছে। থাম লুয়াং গুহা থেকে এটি ৫০ মাইল দূরে এবং এটি চিয়াং রাই প্রদেশের প্রধান হাসপাতাল। তিনি বলেন, ‘তাদের স্বাভাবিক রুটিন অনুসরণ করতে হবে না।’ 

সোমবার ১০:০৫ মিনিট- থাইল্যান্ডের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, উদ্ধারের পর দুই একদিনের মধ্যে কিশোররা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। পরিবারকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। 

সোমবার ১০:০২ মিনিট- গতকাল যেসব ডাইভাররা উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, আজকেও তারাই উদ্ধার অভিযানে অংশ নেবেন। এটি জানিয়েছেন থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপং পাওজিন্ডা। তিনি জানিয়েছেন, বের হয়ে আসার পথে বিভিন্ন জায়গায় অক্সিজেন ট্যাংক বসাতে এখনো কয়েক ঘন্টা সময় লাগতে পারে। 

 

সোমবার ১০:০০ মিনিট- চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক বলেছেন, ছেলেদেরকে পুরো মুখে মাস্ক লাগিয়ে বের করা হচ্ছে। ডাইভাররা সাধারণত যে ধরণের মাসক পরেন, এটি তার চেয়ে ভিন্ন এবং ভুলবশত এটি মুখ থেকে খুলে যাওয়ার সম্ভাবনা নেই। 

সোমবার ৯:৫৬ মিনিট- অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, চারজনের দুটি দলে ভাগ করে ছেলেদেরকে বের করা হবে। অর্থাৎ এখনো কমপক্ষে দুটি অপারেশন চালাতে হবে। 

সোমবার ৯:০০ মিনিট- দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকারীরা।

৮:৩৫ মিনিট- অভিযানস্থলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি এ উদ্ধার অভিযানকে বাধাগ্রস্থ করতে পারে। 

৮:৩০ মিনিট: উদ্ধার অভিযান আগামীকাল সকাল ৮টা পর্যন্থ স্থগিত করা হয়েছে। 

৮:০০ মিনিট- অভিযানের প্রধান কমান্ডার জানিয়েছেন, অভিযান সমস্যাহীনভাবে চলছে এবং ৪ জন কিশোরকে উদ্ধার করা হয়েছে। বাকীদের উদ্ধারে কিছুটা দেরি হবে। গুহার বিভিন্ন জায়গায় নতুন করে অক্সিজেন ট্যাংকার স্থাপন করতে হবে। 

৬:৫১ মিনিট- অন্ধকার ঘনিয়ে আসায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সোমবার সকালে আটকা পড়া বাকি ৮ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কাজ শুরু হবে।

৬:৪৯ মিনিট- উদ্ধার হওয়া প্রথম দুজন কিশোর হেলিকপ্টারে করে ৫০ মাইল দূরের হাসপাতালে পৌঁছেছেন। কয়েকজন অভিভাবক সাংবাদিকদের বলেছেন, তারা অর্ধেক খুশি, অর্ধেক চাপমুক্ত।

৬:৪৬ মিনিট- এখন পর্যন্ত মোট ৪ কিশোরকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এটি নিশ্চিত করেছে রয়টার্স ও বিবিসি।

৬:৪৫ মিনিট- ব্যাংককভিত্তিক সাংবাদিক ফ্লোরিয়ান উইতুলস্কি জানিয়েছেন, একজন অষ্ট্রেলিয়ার ডাক্তারের পরামর্শে সবচেয়ে দুর্বল শিশুদের আগে উদ্ধার করা হয়েছে।

৬:৪৩ মিনিট- উদ্ধার হওয়া প্রথম কিশোরকে হেলিকপ্টারে করে চিয়াং রাই প্রদেশের প্রধান শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

৬:৩০ মিনিট- লেফটেন্যান্ট জেনারেল কংচিপ তান্ত্রাউইন্ট বলেছেন, কিছুক্ষণের মধ্যে আরও চার কিশোরকে বের করে আনা হবে। তারা এখন বেস ক্যাম্পে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যে আরও তিন কিশোর ওই চেম্বারে পৌঁছাবেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

 

৬:২৫ মিনিট- কর্তৃপক্ষ উপস্থিত একজন সাংবাদিককে বলেছেন, গুহার প্রবেশমুখে পানির উচ্চতা কমে আসায় ওই দুই কিশোর হেঁটেই অনেকটা পথ পাড়ি দিতে পেরেছে। তাই উদ্ধারে সময় কম লেগেছে। 

৬:২২ মিনিট- স্থানীয় গণমাধ্যম বলছে, অভিযানস্থলের পাশেই যে দুটি হেলিকপ্টারকে সকাল থেকে প্রস্তুত রাখা হয়েছিল, তাদের একটিকে উড়ে যেতে দেখা গেছে। উদ্ধারের পর কিশোরদের দ্রুত হাসপাতালে পাঠাতে এ হেলিকপ্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছিল। 

৬:০৮ মিনিট- ঘটনাস্থলে উপস্থিত বিবিসির হেলিয়ার চিয়ুং টুইট করেছেন, অভিযানস্থলে তিনি চারটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখেছেন।

৬:০৬ মিনিট- বিবিসির হাওয়ার্ড জনসন মাত্র টুইট করেছেন যে, দুটি অ্যাম্বুলেন্সে করে উদ্ধার দুই কিশোরকে হাসপাতালের নিয়ে যেতে দেখেছেন তিনি। 

৬:০৫ মিনিট- চিয়াং রাই প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান টোসাথেপ বুনথং বার্তা সংস্থা রয়টার্সকে দুই কিশোরকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘দুইজনকে উদ্ধার করা হয়েছে। তারা ভালো আছে। আপাতত তাদেরকে অভিযানস্থলে স্থাপিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তাদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করছি। তাদেরকে এখনো হাসপাতালে পাঠানো হয়নি।’

৫: ৫৩ মিনিট- ব্যাংকক পোস্ট বলছে, ওই দুই কিশোর তাদের সাঁতার ও ডাইভিং অংশ শেষ করেছে। এখন হেঁটে গুহার বাইরের দিকে আসছে। তারা নিরাপদ ও ভালো আছেন। 

৫: ৪০ মিনিট- আইটিভির সাংবাদিক জন আরভিন বলেছেন, একজন পুলিশ কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন যে দুজনকে উদ্ধার করা হয়েছে এবং তারা ভালো আছে।

৫.৩৫ মিনিট- বিবিসির জনাথন হেড টুইট করেছেন, সরকারের টাইমলাইন অনুসরণ করলে উদ্ধারের তথ্য ভুল মনে হয়। সরকারের দেওয়া টাইমলাইন অনুসারে দুই কিশোরের উদ্ধারের সময় ‘বেশ আগে’।

৫:৩৪ মিনিট- ১৩ জনের একটি মেডিকেল টিম গুহার মুখে প্রস্তুত আছে। ছেলেদেরকে বের করা হলেই হেলিকপ্টারে করে ৫০ মাইল দূরের চিয়াং রাই প্রচানুকরোহ হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা অাছে। তবে আবহাওয়া হেলিকপ্টারের চলাচল উপযোগী না হলে বিকল্প পরিকল্পনাও নেওয়া হয়েছে।

৫:২০ মিনিট- ১২ কিশোর ফুটবলারদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। 

৫:০৫ মিনিট- বিবিসির প্রতিবেদক হেলিয়ার চিয়ুং এইমাত্র টুইট করেছেন, অভিযান এলাকায় হঠাৎ করেই কর্মকর্তাদের তৎপরতা বেড়ে গেছে। কিন্তু সেখানে ঠিক কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।

৪:৫২ মিনিট- যৌথ উদ্ধার অভিযানের প্রধান কমান্ডার নারোংসাক কিছুক্ষণ আগে উদ্ধার অভিযান সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৩ জন আন্তর্জাতিক ডাইভার সকাল ১০ টায় গুহার ভেতর প্রবেশ করেছে। এরমধ্যে ১০জন যাবেন চেম্বার ৯-এ (এখানেই ছেলেরা আটকে আছে) এবং চেম্বার ৬-এ। স্থানীয় সময় বেলা ২টায় তাদের সঙ্গে যোগ দেন আরও ৩জন ডাইভার। 

অতিরিক্ত হিসেবে অারও বহু প্রশিক্ষিত ডাইভারকে চেমম্বার ৩-এ প্রস্তুত রাখা হয়েছে। গুহার ভেতরে চেম্বার ৩-এ কমান্ড স্টেশন স্থাপন করা হয়েছে। 

নারোংসাক বলেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ছেলেদের প্রথম দলটিকে বের করে আনতে ঠিক কত সময় লাগবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

৪:৪০ মিনিট- ভারী বৃষ্টিপাত কমেছে। তবে হালকা বৃষ্টি এখনো আছে।

৪:২০ মিনিট- বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, উদ্ধার অভিযানস্থলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। উদ্ধারকারীদেরকে সময় ও পানির সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ করতে হচ্ছে। আগেই বলা হয়েছিল, গুহার ভেতরে অক্সিজেনের পরিমান কমে আসছে এবং বৃষ্টিতে গুহার পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে করে ছেলেদের জীবন হুমকির ‍মুখে পড়বে।

৪:১৬ মিনিট- সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি পরিবার। 

৪:১২ মিনিট- কয়েকঘন্টা হলো উদ্ধার অভিযান শুরু হয়েছে। এরপর থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বার্তা জানানো হয়নি। স্মরণ রাখা দরকার, ছেলেদেরকে প্রশিক্ষিত ডাইভারদের সঙ্গে ডাইভ দিয়ে বের হতে হবে। কিন্তু তারা জীবনে কোনোদিন ডাইভ দেয়নি এমনকি অনেকে সাঁতারও জানে না। 

সবকিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় রাত ৯টায় প্রথম ছেলেটিকে বের করে আনা হতে পারে। 

৪:১১ মিনিট- অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এক টুইটে জানিয়েছেন, তিনি উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পাঠিয়েছেন। 

৩:৩৫ মিনিট- একটি গ্রাফিক্সের মাধ্যমে পুরো উদ্ধার পরিকল্পনার কথা প্রকাশ করে সরকার। 

পরিকল্পনা অনুযায়ী, উদ্ধারে যন্ত্রপাতির মধ্যে এয়ার ট্যাংক ও ফুল ফেস মাস্ক লাগবে। প্রতি কিশোরকে সঙ্গ দেবে দুজন করে ডাইভার। তারা তিনজন একসঙ্গে ডাইভ দেবে। এর আগে ডাইভাররা দড়ি দিয়ে যে পথনির্দেশিকা স্থাপন করেছিলেন, সেটি ধরেই অগ্রসর হবেন ডাইভাররা। 

যখন সংকীর্ণ পথ সামনে আসবে, তখন ডাইভাররা তাদের পেছনের এয়ার ট্যাংক খুলে হাতে নেবেন এবং ছেলেটি ও ট্যাংকটিকে আস্তে করে ওই চিকন পথ দিয়ে পার করাবেন। এভাবে তারা চেম্বার ৩ পর্যন্ত যাবেন। 

চেম্বার ৩ থেকে ছেলেদের অন্য একটি দলের কাছে হস্তান্তর করা হবে। তারা সেখান থেকে হেঁটে বের হবে। 

থাই সরকারের ভাষ্য, ছেলেরা খুব দ্রুত সবকিছু আয়ত্ত করতে পেরেছে। এটি খুবই আশার কথা।

সরকার সতর্ক করে দিয়ে বলেছে, এই উদ্ধার অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছেলেরা আতঙ্কিত হয়ে পড়তে পারে। 

৩:২৫ মিনিট- প্রতিটি ছেলেকে উদ্ধারে ১১ ঘন্টা সময় লাগবে। তাদের কাছে যেতে ৬ ঘন্টা, ফিরে আসতে ৫ ঘন্টা লাগবে।

২:৪১ মিনিট- অভিযানস্থলে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এ বৃষ্টি নিয়েই উদ্ধারকারীদের যত ভয়। বৃষ্টি হলে গুহার ভেতরের পানির উচ্চতা বেড়ে যাবে। এতে উদ্ধার প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে। 

২:০০ মিনিট- ছেলেদেরকে মোট ৪টি দলে ভাগ করা হবে। প্রথম দলে ৪জন, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলে ৩জন করে থাকবেন। কোচ থাকবেন শেষ দলে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট। 

২:১০ মিনিট- নিচের ছবিটি গুহায় আটকে পড়া প্রালাক সুথামের। জুলাইয়ের ১ তারিখ ছিল তার ১৫তম জন্মদিন। এ জনস্মদিনটিকে নিশ্চয়ই চিরতরে ভুলে যেতে চাইবে সুথাম। 

সুথামের একজন আন্টি সিএনএনকে বলেন, ‘ওর জন্মদিনে আমি কিছু তৈরী করিনি। কিন্তু সে যখন ফিরে আসবে, তখন বড় আয়োজিন হবে। আমি প্রতিটা সেকেন্ড ওর জন্য অপেক্ষা করছি।’

২:৬ মিনিট- থাম লুয়াং গুহা ও ছেলেদের আটকে পড়ার অবস্থার গ্রাফিক্স চিত্র। সূত্র: সিএনএন

১:১৭ মিনিট- উদ্ধারের পর ছেলেদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

১:৬ মিনিট- গত কয়েকদিনে একটানা গুহা থেকে ১৩ কোটি লিটার পানি পাম্প করে বের করা হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, গুহার বেথরে এখন যা পানি আছে, সেটি উদ্ধার অভিযানের জন্য আদর্শ।

১২:৫০ মিনিট- কিশোর ফুটবলারদের ২৫ বছর বয়সী কোচ কি এই ঘটনার মূল ভিলেন? এ প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে থাইল্যান্ডবাসী। কোচই ওই কিশোরদেরকে গুহাটিতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রবেশমুখে পানি আটকে যাওয়ায় তারা কেউই আর বের হতে পারেননি। থাইল্যান্ডে অনেকেই এ ঘটনার জন্য কোচকে দায়ি করছেন, আবার অনেকে বলছেন এ ধরণের পরিস্থিতিতে কিশোরদের জন্য সম্ভব সবকিছুই করেছেন তিনি। 

তাদের খোঁজ পাওয়ার পর কোচকেই সবচেয়ে দুর্বল অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে থাই নেভি সিল। কারণ সে তার সব খাবার ছেলেদের বিলিয়ে দিয়েছিল। গতকাল কিশোরদের পরিবারের কাছে লেখা এক চিঠিতে কোচ ক্ষমা চেয়েছেন। যদিও অভিভাবকরা কোচকে কোনোভাবে দায়ি করছেন না।

অভিভাবকরা কোচের কাছে পাল্টা এ চিঠিতে লিখেছে, ‘প্রিয় কোচ, আমরা আপনার ফুটবকল টিমের সদস্যদের পরিবার বলছি, আমরা আপনাকে দোষারোপ করছি না। আপনি নিজেকে দোষারোপ করেন, সেটাও চাচ্ছি না। আমরা জানি আপনি আমাদের সন্তানদের যথেষ্ঠ যত্ন নিচ্ছেন। কীভাবে কি হয়েছে, আমরা সবাই সেই পরিস্থিতিটা বুঝি। আমরা আপনার সঙ্গে আছে।’

রোববার ওয়াশিংটন পোস্টে লেখা এক কলামে সাংবাদিক শিবানি মাহতানি বলেছেন, যুক্তরােষ্ট্রে হলে ওই কোচকে বিচারের মুখোমুখি হতে হতো। কিন্তু থাইল্যান্ডে তাকে নায়ক আখ্যায়িত করা হচ্ছে। 

১২: ৪৮ মিনিট- উদ্ধারের পর কিশোরদের সবধরণের চিকিৎসা সেবা দিতে স্থানীয় হাসপাতাল সব ধরণের প্রস্তুতি সেরে রেখেছে। ছবিটি সিএনএন এর সাংবাদিক ম্যাট রিভার্সের টুইটার থেকে নেওয়া। 

১২:৪০ মিনিট- গভর্ণর জানিয়েছেন, গুহার ভেতরের অনেকাংশে পানির উচ্চতা এতটাই কমে গেছে যে ছেলেরা সেসব অংশে হেঁটে বের হতে পারবে। গুহার ভেতর যে তিনটি চেম্বার স্থাপন করা হয়েছে, সবগুলোতেই নাটকীয়ভাবে পানির উচ্চতা কমে গেছে। কিছু জায়গায় পানির উচ্চতা ৩০ সেন্টিমিটারে এসে ঠেকেছে। গত দশদিনে যেটি সর্বনিন্ম। 

১২:৩৯ মিনিট- গুহায় অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় উদ্ধার অভিযান জোরদার করতে হয়েছে। গত দুদিনে গুহার ভেতর াক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। এখন গুহায় অক্সিজেনের মাত্র ১৫ শতাংশ। এটি বাঁচার জন্য যথেষ্ঠ হলেও সুস্থভাবে বাঁচার জন্য যথেষ্ঠ নয়। 

১২:৩৬ মিনিট- চিয়াং রাই রাজ্যের গভর্ণর ও এ উদ্ধার অভিযানের প্রধান কমাণ্ডার জোনিয়েছেন, রাতে আরও ভারি বৃষ্টিপাত হবে, অবহাওয়া আরও খারাপ হবে। আজকে অভিযান না চালালে ক্ষতি হয়ে যাবে। আজই উপযুক্ত দিন। 

১২:২৪ মিনিট- অভিযানস্থলের ঠিক বাইরের এই মুহূর্তের অবস্থা এটি। সেখানে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে এটি আরও বাড়বে। ছবিটি ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সাংবাদিকের টুইটার থেকে নেওয়া।

১২:১৭ মিনিট- একজন কর্মকর্তা জানিয়েছেন, ডাইভাররা একজন একজন করে কিশোরকে এসকর্ট দিয়ে প্রথমে ৩নং চেম্বারে নিয়ে আসবে। পরে সেখানে অপেক্ষমাণ আরেকটি উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করবে। গুহার দুই কিলোমিটার ভেতরে চেম্বার ৩ স্থাপন করা হয়েছে। 

১২:৮ মিনিট- পাশের মায়ে সাই প্রাসিটসার্ট স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা কিশোর ফুটবলারদের নিরাপদ উদ্ধারের জন্য ছয় ঘন্টাব্যাপী এক প্রার্থনাসভায় বসেছে। 

১২:৭ মিনিট- কিশোরদের উদ্ধারে হাইপোথার্মিয়া অনেক বড় সমস্যার কারণ হতে পারে। গুহার পানি বেশ ঠান্ডা। কিশোরদেরকে বেশ কয়েক ঘন্টা পানির নিচে থাকতে হবে। সংক্রমণও আরেকটি বাধা। গুহার ভেতরে বিভিন্ন রোগের জীবাণু আছে। তার ওপর সেখানকার পানিও দূষিত। যদি কোনো কিশোর রোগে আক্রান্ত হয়, তাহলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।

১১:৫০- আটকে পড়া কিশোররা পড়াশোনা করে, এমন দুটি স্কুলে গিয়েছিলেন সিএনএন এর প্রতিবেদক। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, ওই গুহাটিতে প্রবেশ করতে কিশোরদেরকে নিষেধ করা হয়েছিল। আটকে পড়া এক কিশোরের বন্ধু জানায়, ‘ওদের অবস্থা জেনে আমি কুবই উদ্বিগ্ন। ওই গুহাটি অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর। আমি হলে ওখানে যাওয়ারই সাহস করতাম না।’

আরও যা যা জানতে হবে

অভিযানের শুরুতে পানির নিচে সংকীর্ণ পথ পাড়ি দিতে হবে কিশোরদের, যেটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযানে কিশোরদের বের করে আনতে তাদের দীর্ঘ সময় অক্সিজেন মাস্ক পরে পানির নিচে ডাইভ দিতে হবে। এ ধরনের অভিজ্ঞতা তাদের কারোরই আগে ছিল না।

আটকে পড়া কিশোরদের ও তাদের পরিবারকে উদ্ধার অভিযানের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ থাইল্যান্ড স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্রথম কিশোরকে বের করে আনা হতে পারে। কতজনকে আজ বের করা হবে, সেটা জানা না গেলেও উদ্ধারকারীরা বলছেন, যারা ‘শতভাগ প্রস্তুত’ তাদেরকেই অাজ বের করা হবে। সেক্ষেত্রে আজ চারজনকে বের করা হতে পারে। ঠিক কী উপায়ে তাদের বের করে আনা হবে, তা এখনো সাংবাদিকদের জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, গুহার ভেতর গভীর পানিতে ডাইভিং এবং অল্প পানিতে হেঁটে তাদেরকে বের করে আনা হবে।

উদ্ধারকারীরা এ অভিযানকে ‘হয় এখনই, নয়তো কখনোই নয়’ হিসেবে বর্ণনা করেছেন।

ইতিমধ্যে উদ্ধার অভিযানস্থল থেকে চিকিৎসক, উদ্ধারকারী  ও নিরাপত্তারক্ষাকারী সদস্য ছাড়া বাকি সবাইকে বের করে দেওয়া হয়েছে।

কিশোরদের কাছে পৌঁছানোর জন্য ডাইভারদেরকে সঠিকভাবে এ সংকীর্ণ গুহাটি পাড়ি দিতে হবে। প্রতিজন কিশোরের সঙ্গে দুজন করে ডাইভার থাকবেন এবং তারা এসকর্ট দিয়ে বাইরে বের করে আনবেন। এখানে ‘বাডি সিস্টেম’ নামের একটি প্রক্রিয়া অনুসরণ করা হবে। পুরো গুহার বিভিন্ন জায়গায় বাড়তি অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে যাতে কোনোভাবেই যাত্রাপথে অক্সিজেন সংকটে পড়তে না হয়।

বাডি সিস্টেমে’ এভাবেই প্রতিজন কিশোরকে দুজন ডাইভার এসকর্ট দিয়ে বাইরে বের করে আনবেন।

বিবিসির একজন প্রতিবেদক জানিয়েছেন, ১৫ দিন ধরে গুহায় আটকে থাকা কিশোরদেরকে নিয়ে ফেরার পথে গুহার একটি জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হবে। পরে সেখান থেকে শেষ দফা যাত্রায় তাদেরকে বাইরে বের করে আনা হবে। বাইরে বের করে আনার পর সোজা হাসপাতালে পাঠানো হবে কিশোরদের।

চূড়ান্ত অভিযান ঘোষণা করার পর থাই নেভি সিলের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা একে অপরের হাত ধরে আছেন।

গুহার প্রবেশ মুখে নতুন একটি সাদা পতাকা ওড়ানো হয়েছে। ইতিবাচকতা প্রদর্শন করতে এটি একটি বৌদ্ধ চিহ্ন।

নারোংসাক ওসোটানাকোর্ন বলেন, ‘আমাদের প্রধান বাধা দুটি: পানি এবং সময়। সেই প্রথম দিন থেকেই আমরা এ দুটির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। আমাদের সম্ভব সবকিছু করতে হবে। যদিও প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করাটা কঠিন। কিশোরদের নিরাপদে উদ্ধারের জন্য সঠিক সময়ের ও সুযোগের দরকার ছিল। আমরা সবাই এ সময়টার জন্যই অপেক্ষা করছিলাম।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন নারোংসাক ওসোটানাকোর্ন। ছবি: সিএনএন

একদিন আগে শনিবার নারোংসাক ওসোটানাকোর্ন জানিয়েছিলেন, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে গুহার ভেতরে তাদের আর বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না। সর্বোচ্চ তিন থেকে চারদিন সময় পাওয়া যাবে। এর মধ্যেই কিশোরদের বের করে আনতে হবে। তবে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তা কিশোরদের উদ্ধারের জন্য আদর্শ বলে জানিয়েছেন তিনি।

গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়াতে তারা আর বাইরে বের হতে পারেনি। এরপর থেকে টানা ৯ দিন নিখোঁজ ছিল তারা।

থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে যোগ দেন বহু দেশের সেরা সব বিশেষজ্ঞরা। গত ৩ জুলাই দুজন ব্রিটিশ ডাইভার গুহার ৪ মাইল ভেতরে প্রথম তাদের খুঁজে পান। এরপর তাদেরকে খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

পুরো থাইল্যান্ড ও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ এ উদ্ধার অভিযানের সফলতার জন্য প্রার্থনা করছেন। ইতিমধ্যে ফিফা প্রেসিডেন্ট তাদেরকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন। 

ফিফা প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র।

আমন্ত্রণপত্রে ফিফা প্রেসিডেন্ট লিখেছেন, ‘যদি আমাদের সবার আশা অনুসারে ছেলেরা গুহা থেকে বের হতে পারে এবং ভ্রমণের জন্য উপযুক্ত থাকে, তাহলে ফিফার অতিথি হিসেবে তাদেরকে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মস্কোতে মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়ে আনন্দিত হবে। আমি মনে থেকে আশা করছি, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারবে, যেটি হবে উৎসবের এক বিশাল উপলক্ষ্য।’