demo
Times24.net
নয়াপল্টনে সমাবেশের জন্য আবেদন করেনি বিএনপি
Saturday, 05 Nov 2016 14:38 pm
Times24.net

Times24.net

     
টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে লিখিত কোন আবেদন করেনি বিএনপি। শনিবার মিরপুর পুলিশ লাইনসে সোয়াত টিমের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পেয়ে এবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা চেয়েছে বিএনপি।  এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি নয়াপল্টনে যে সমাবেশ করবে তার অনুমতি চেয়ে এখনও আমাদের কাছে কোন আবেদন আসেনি। যদি আসে তাহলে নিরাপত্তার বিষয় বিবেচনা করে অনুমতি দেওয়া যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি ও আরো কয়েকটি দল আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। তারা সবাই আবেদন করেছে কিন্তু এতে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। আমরা সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে সমাবেশ করার অনুমতি দেইনি।’


টাইমস ২৪ ডটনেট/দুনিয়া/২২৪/১৬