demo
Times24.net
সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা
Saturday, 05 Nov 2016 12:07 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা : বৈরী আবহাওয়ায় সতর্ক সংকেতের কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছে প্রায় দুই শতাধিক পর্যটক। নিম্নচাপের ফলে ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন ভ্রমণে আসা এসব পর্যটক আটক পড়েছে। আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলার যোগে কয়েকদফায় ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে যায় বলে জানা গেছে। এছাড়াও আরো শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।

এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার এলাকায় অবস্থান না করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালানো হয়েছে।  এরপরও  দুই শতাধিক পর্যটক রয়ে যায়। তবে শুক্রবার সংকেতের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ফিরতে পারেনি। কিছু পর্যটক ট্রলার যোগে টেকনাফ ফিরেছেন।