demo
Times24.net
নাসিরনগরের ঘটনায় ৩ আ'লীগ নেতা বহিষ্কার
Friday, 04 Nov 2016 21:55 pm
Times24.net

Times24.net


টাইমস ২৪ ডটনেট, ঢাকা: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর তাণ্ডবের ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের ঘনিষ্ঠ তিন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।বহিষ্কারকৃতরা হলেন- নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সুরুজ আলী এবং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া।শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন।
প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।ওই ঘটনায় স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর 'সম্পৃক্ততা' ছিল এমন অভিযোগের মধ্যে এই বহিষ্কারের ঘটনা ঘটলো।