demo
Times24.net
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধ
Thursday, 03 Nov 2016 14:01 pm
Times24.net

Times24.net


নাজমুল হুদা সরকার, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: শিশু ধর্ষণ, শিশু হত্যা ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে, শিশুদের জন্য ফাউন্ডেশন, একটি সংগঠন মুখে কালো কাপড় বেঁধে শিশুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, সারাদেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে শিশু ধর্ষণ, শিশু হত্যা শিশু নির্যাতনের ঘটনা। গত তিনমাসে প্রায় ৩৬৭ জন বিভিন্নভাবে  শিকার হচ্ছে। সকল ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি তীব্রনিন্দা মর্মাহত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবী মননীয় প্রধানমন্ত্রী স্বারাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীসহ দেশের মনববধিকার সংগঠেকে অনুরোধ জানায়। মনববন্ধনে বক্তব্য রাখেন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী সাবিহা খান তুলি, উদয়ন উচ্চ মাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কবির শাহরিয়ার প্রমুখ।মনববন্ধানে বিভিন্ন সংগঠনের শিশু সংগঠক  অভিবাভকবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


টাইমস ২৪ ডটনেট/দুনিয়া/১৮০/১৬