রেলওয়ের দেড়শ বছরের ঐতিহ্য এবং পাকশীর অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও ব্রিটিশদের স্মৃতি রক্ষায় পাকশী রেলওয়ের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা উচ্ছেদ না করার জন্য প্রধান মন্ত্রীর নিকট আবেদন করেছেন, ফুঁসে উঠা কয়েক হাজার পাকশীবাসী। গতকাল বিকেলে রেলসহ বিভিন্ন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাকশীতে আসার সংবাদ জানার পর রেলওয়ে বিভাগীয় অফিস এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, পাকশী রক্ষা কমিটির নেতা ও মুক্তিযোদ্ধা এম.রশিদউল্লাহ,হাবিবুল ইসলাম,জাসদ নেতা জাহাঙ্গীর আলম ও অধ্যাপক আবুল কালাম আজাদ। পাকশী রক্ষা কমিটির ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার নারী,পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় দু’ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন- সমাবেশে অংশ নেয়।