এস.এম.নাহিদ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অন্তর্গত ক্রাইমজোন হিসেবে খ্যাত ডুমনী ইউনিয়নের পাতিরা এলাকাতে ১৪/১১/১৮ ইং তারিখ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের এক ঝটিকা অভিযানে প্রায় দেড় টন অবৈধ পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা সহ ১লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা সিলগালা করা সহ ডেসকো দ্বারা বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহমেদ।