টাইমস ২৪ ডটনেট, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৯ জুলাই পর্যন্ত সময় বর্ধিত করেছে হাইকোর্ট। ১২ জুলাই বৃহস্পতিবার এ বিষয়ে খালেদা জিয়ার এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।আদেশের পরে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।এর আগে গত ১২ মার্চ অরফানেজ ট্রাস্ট মামলায় একই আদালত খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তিকালীন জামিন দিয়েছিল। ১২ জুলাই জামিনের মেয়াদ শেষ হয়।গত ৫ জুলাই জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনের শুনানি শেষে ৭ দিনের জন্য জামিনের মেয়াদ বাড়ানো হল। গত ৮ ফেব্রুয়ারি অরফানেজ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেদিন থেকেই তিনি পুরান ঢাকার কারাগারে রয়েছেন।