টাইমস ২৪ ডটনেট, ঢাকা : রাজধানীর পল্লবীতে ভূমিদস্যু কাজী হারুন অর রশিদ ও কাজী জহিরুল ইসলামের অত্যাচারে পল্লবী থানা এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়েছে সাংবাদিক ও ব্যবসায়ী মো. আরিফুল ইসলামের ২০ কাঠা জমির মধ্যে প্রায় ১০ কাঠা জমি দখল করে নিয়েছে। এব্যাপারে টাইমস ২৪ ডটনেটের চীফ রিপোর্টার ও ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম বাবু বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদফর, ঢাকা মহানগর পুলিশ সদরদফতর, র্যাব সদরফতর, এসবি সদরদফতর, ডিবি অফিস, সিআইডি অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভূমিমন্ত্রণালয়ে একাধিক অভিযোগ দিয়েছেন। তার পরেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেফতার বা আটক করছে না।
সূত্র আরো জানায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় ভূমিদস্যুরা জাল দলিল তৈরি করে সাধারণ লোকজনের জমি ও বাড়ি দখল করে নিচ্ছে। জালিয়াত চক্রে সদস্য ও ভূমিদস্যু কাজী হারুন অর রশিদ ও কাজী জহিরুল ইসলামের অত্যাচারে পল্লবী থানা এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। কাজী জহিরুল ইসলাম ও হারুন অর রশিদ এবং তাদের লোকজন জালজালয়াতির মাধ্যমে মো. আরিফুল ইসলামের ২০ কাঠা জমির পুরোটাই দখল করে নেয়ার চেষ্টা করছে।
অভিযোগে জানা গেছে, পল্লবী থানার ৫নং পলাশ নগরের স্থায়ী বাসিন্দা মরহুম অহিদ মোল্লার মেয়ে নূরুন নাহার পৈতৃক সম্পত্তি ২০ কাঠা জমি বিক্রি করেন কাফরুল থানার ৬ নং পশ্চিম বাইশটেকীর স্থায়ী বাসিন্দা হচ্ছেন মো. আরিফুল ইসলামের কাছে। জমির প্রকৃত মালিক নূরুন নাহার গত ৯ ফেব্রæয়ারী ২০১৭ ইং তারিখে দলিল করে দেন আরিফুল ইসলামকে। দলিল নম্বর হচ্ছে ৯৭৮। নূরুন নাহার জমি বুঝিয়ে দেন আরিফুল ইসলামকে। এর মধ্যে মোসাম্মদ রাবেয়া খাতুন নামে এক মহিলা উক্ত জমির দলিল করে দেন কাজী হারুন অর রশিদকে। অথচ রাবেয়া খাতুন নামে কাউকে চিনেন না জমির প্রকৃত মালিক নূরুন নাহার। রাবেয়া খাতুন নামে যে মহিলা জমি দলিল করে দিয়ে তা জাল দলিল হিসাবে দাবি করেছেন নূরুন নাহার। জাল দলিলের মাধ্যমে ভূমিদস্যু হারুন অর রশিদ ও কাজী জহিরুল ইসলাম ২০ কাঠা জমির মধ্যে প্রায় ১০ কাঠা দখল করে নিয়েছে। বর্তমানে জমির মালিক মো. আরিফুল ইসলামকে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাকি জমি দখল করে নেয়ার জন্য পাঁয়তারা করছে স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যুরা। এছাড়াও ভূমিদস্যু কাজী জহিরুল ইসলাম ও হারুন অর রশিদ মিথ্যা মামলা দিয়ে ওই জমি দখল করে নিবে বলেও হুমকি প্রদান করছে। বর্তমানে জমির মালিক, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আরিফুল ইসলাম জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে ভুক্তভোগী আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।