রিনাৎ সুলতানা
কোথায় পালাবে তুমি.......!
কোন এক ভাত ঘুম প্রহরে-
চাতকী স্পন্দিত হৃদয়
বিষুবীয় রেখায়
অক্ষের কাছাকাছি দু-দন্ড
সুখ খুঁজে মেরুকরণের
আদিম নেশায়, সুঁই সুতো দিয়ে
কষ্টের এপ্লিকে রাঙাব।
কোথায় লুকাবে তুমি...!
প্রচণ্ড অপেক্ষার নব উদ্দামতায়
বিষন্ন শীতের শেষ রাত্রে
তোমার লোমশ বুকের
খুব গহীনে খুঁজে নেব
জীবনের পাটিগণিত।
বাৎসরিক হিসেবের সরল-সুদ,
ত্রিকোণাকার সম্পর্কের
জটিল জ্যামিতীয় ব্যাখ্যায়-
সঞ্চালকের সরল সমীকরনের
ভৌগলিক আয়তনে!
জীবনের সবখানে- সবখানে.....,
কোথায় হারাবে তুমি...!
মুক্তি চাও.....,
সে কি খুব সহজেই!
ঐ আকাশ জানে
কতটা প্রহর বয়ে গেলে,
হৃদয় অবচেতন মনে
কথা বলে চুপিচুপি একা..একা..!
রাতের আঁধার জানে
পথের বুকে কত পাথর বিটুমিনে
চেপে রক্তাক্ত হয়েছে সেদিন।
তবুও মেলেনি মুক্তি
বয়ে গেছে নিরবে
ধমনীর কোল ঘেঁসে বহুদূর........!
এই নগ্ন দুপুরে,
কোথায় পালাবে তুমি...!!
০৪/১২/২০১৭ইং