লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
প্রাপ্তির আশায় সৃষ্টি করতে যেওনা
এ ভুল করলে জীবনে কিছুই পাবে না।
সৃষ্টি হয় জীবনের আনন্দে
ধ্বংস মনকে ভরে নিরানন্দে।
কাজ করে যাও কাজের নেশায়
প্রাপ্তি চলে আসবে অবলীলায়।
প্রাপ্তির আশায় বসে থেকে অঙ্ক কষলে
জীবন চলে যাবে রশাতলে।
ভালবেসে যেও আপন আনন্দে
মন ভাঙবেনা দেখ ক্রন্দনে।
অসহায়ের তরে বাড়িয়ে দাওনা হাত
দেখবে কত সুন্দর তোমার সুপ্রভাত।
বাহ্যিক রংয়ে চাকচিক্যের আড়ালে
হারিওনা নিজেকে জীবন যাবে অতলে।
ছোট্ট জীবন ক্ষনকালের এই লগ্ন
ভাল সুন্দরে থাকনা মগ্ন।
দুঃখের তিমিরে যখনই দেখবে কাউকে
নিঃসংকোচে দাড়াতে হবে পাশে সকলকে।
যুদ্ধ বিগ্রহ হানাহানির গল্প
এতকিছুর পরও হচ্ছেনা স্বল্প।
অত্যাচারীর উগ্র হুঙ্কার করে সারা রাত
কবে দিবে সমাজ এর প্রতিঘাত।
মাঝে মাঝে মনে হয় কেন হচ্ছে এসব
ঘুম ভেঙ্গে কেন সবাই হইনা সরব।
দুষ্কৃতকারীর সংখ্যা কিন্তু খুব অল্প
ভালদের এদের রুখতে করতে হবে সংকল্প।
মেঘের পড়েতো মেঘ চলেই যাবে
প্রকৃতির নিয়মেতো এমনই হবে।
জীবন চালানোর কলকাঠিতো নিজের হাতে
সঠিক দিক নির্দেশনা দিতে হবে এ খাতে।
বেঠিক সঠিক সত্য মিথ্যার গ্যারাকলে
সঠিক সত্যের জয় হবে জানে সকলে।