এমএবি সুজন
যমুনা দাতা মাতা দেয়
নিদয় পিড়িতি বিমাতা বিষয়
ঘর ভাঙ্গা মন ভাঙ্গা এক নদী
এ নদী যদি নয় নামেকামে মহানদী
যমুনার পাড়ে কি সুন্দর আহারে
প্রিয় জন্মভূমি কাজিপুর বাহারে
তুমি সুমহান মানবজমিন
তোমায় কতযে মনেপড়ে আমিন।
আমি গর্বিত যমুনা নদী বিধৌত মাটির তৈরি মানুষ বাঁধন হারা যমুনার কাদাজল পলি ফসল আর মাছের খাদ্যগুণে আমরা কাজিপুর বিখ্যাত হই। এই সর্বগ্রাসি আবার নদীমাতার সুশীতল পানিতে সাঁতার কাটা বেহেশতের সুখ এখনও তা অনুভব করি মনেপ্রাণে। জীবনের শেষ গোসলটা সোহাগি যমুনার পানিতে করার প্রবল ইচ্ছা জাগে তাই।