লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
ষড়ঋতুর এই দেশখানি মোর
দিয়েছে রংরূপ, দিয়েছে অহংকার।
পলিমাটির ঐ নরম বুকে
ফলিয়েছে অন্ন, করেছে ধন্য।
পাখ-পাখালির, কোমল সুরে
কত কবিয়াল, গান যে ধরে।
সুরের মহিয়ায়, জাদুর ছোঁয়ায়
দেশ মাতৃকার তরে, মাথা নোয়ায়।
বুকের কোনে, কোন গহীনে
দেশের গান, যায় যে বুনে।
বাবুই, টিয়া, দোয়েল, কোয়েল
মনের সুরে, নাচছে পায়েল।
সোনালী ধান, রক্তিম আভা
পূব আকাশে, দেয় যে শোভা।
রাখাল ছেলে লাঙ্গল নিয়ে
ফলাচ্ছে ফসল, ভরছে তা গোলায় গিয়ে।
আহা এই অপরূপ, রূপটি দিয়ে
বাংলাদেশ তার গুন, বিশ্বে দিক বিলিয়ে।
*****************