রফিক ভুঁইয়া
তোমার মাঝে সব খুঁজে পাই
স্বর্গ নরক মর্ত্য,
তোমায় ছাড়া আর যা পেলাম
সবই তো অসত্য।
তোমার কাছে চাইনা কিছু
সেজদা এবং প্রার্থনায়,
দেখা দিলেই বর্তে যাবো
থাকবোনা আর যন্ত্রণায়।
তুমি আদি তুমি অনন্ত
অতলান্তের শেষ প্রান্ত,
আমি তুমি তুমিই আমি
তাইতো বলি অন্তর্যামী।