টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক:
তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)তে ইরানের প্রতিরক্ষা শিল্প মেলা হয়েছে। ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা খাতে ইরানের চোখ ধাঁধানো সফলতা তুলে ধরার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অন্যান্য সব ধরণের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধে ব্যবহারের উপযোগী জলযান, স্পিড বোট, অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত জাহাজ, ডুবোজাহাজ এবং ইরানের রণতরির রিপ্লিকাও ছিল।
ইরানের নৌযুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলতে গেছে অনিবার্য ভাবেই মার্কিন সেনা আটকের ঘটনা এসে যায়। ২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের জলসীমায় অনুপ্রবেশের দায়ে মার্কিন ১০ মেরিন সেনাকে আটক করেছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আটক মার্কিন সেনাদলে নয় জন পুরুষ এবং একজন মহিলা মেরিন সেনা ছিল। অনুপ্রবেশের জন্য আমেরিকার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছিল।
সূত্র: পার্সটুডে।