টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানার রক্ষক হোয়াইট টাইগারের আক্রমণে মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, একজন চিড়িয়াখানা রক্ষককে খাঁচার ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, লোকটিকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গণমাধ্যমে বলা হয়, ৪০ বছর বয়সী আকিরা ফুরুশোর গলা থেকে রক্ত ঝরছিল। কর্মকর্তাদের ধারণা, একটি বিরল প্রজাতির ওয়াইট টাইগার তাকে আক্রমণ করে। চিড়িয়াখানায় চারটি হোয়াইট টাইগার রয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, হামলার পর বাঘটিকে ট্রাঙ্কিলাইজার গান দিয়ে শান্ত করা হয়।
বাঘটির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।