সহিদুল ইসলাম রেজা, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ব্রিটেনের সেনাবাহিনী উত্তর আটলান্টিকে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। রাশিয়ার কথিত ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এ পরিকল্পনা করা হচ্ছে বলে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন।স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল ফিলিপ জোন্স এ কথা জানান। টেলিভিশনকে দেয়া এ গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ব্রিটেনের সশস্ত্র বাহিনী নতুন জয়েন্ট এরিয়া অপারেশন বা জেএও গঠন করবে। এ বাহিনী উত্তর আটলান্টিক অঞ্চলের ওপর নজর রাখবে। এর মাধ্যমে ব্রিটেনের রয়্যাল রাজকীয় নৌবাহিনী বা আরএএফ এবং নৌবাহিনী এ অঞ্চলে নিয়মিত মিশন পরিচালনা করতে পারবে বলেও জানান তিনি।দ্রুত এটি কার্যকর হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তার ভাষায় ক্রমবর্ধমান রুশ প্রভাবের জবাবে এটি করা হবে।উত্তর আটলান্টিকে মার্কিন দ্বিতীয় বহরকে আবারো প্রতিষ্ঠা করা হবে বলে ওয়াশিংটনের ঘোষণার পরই এ কথা জানালেন জোন্স। শীতল যুদ্ধের মার্কিন এ বাহিনীকে ২০১১ সালে ভেঙ্গে দেয়া হয়েছিল।
সূত্র: পার্সটুডে।