টাইমস ২৪ ডটনেট, ঢাকা: সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাংক, মেশিনগান, শোল্ডার-মাউন্টেডে ট্রান্সমিটার এবং ক্ষেপণাস্ত্র। গতকাল বুধবার দারা প্রদেশের সামরিক ঘঁটিতে এসব অস্ত্র দেখানো হয়।
উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম
সিরিয়ার সশস্ত্র বাহিনীর একজন কমান্ডার জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র আরব দেশগুলোতে একেবারেই পাওয়া যায় না। তিনি জানান, দারা প্রদেশের দক্ষিণের চারটি গ্রাম থেকে এসব অস্ত্র কব্জা করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম
সেনা অভিযানের মুখে সন্ত্রাসীরা এসব অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন। সিরিয়ার এ কমান্ডার জানান, সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের একটা অংশ সন্ত্রাস-বিরোধী অভিযানে সেনাবাহিনী ব্যবহার করবে।
উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম
গত ১৯ জুন থেকে রাশিয়ার বিমান সহায়তা নিয়ে সিরিয়ার সেনারা দারা প্রদেশে অভিযান চালাচ্ছে। দারা প্রদেশের সঙ্গে জর্দান ও ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সীমান্ত রয়েছে।
সূত্র: পার্সটুডে।