টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ঢাকা-১৩ আসনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. সাদেক খান ও ঢাকা-১৪ আসনে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আওয়ামী লীগের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন। সর্বমহলে এখন তারা আলোচনায়। এলাকায় জনপ্রিয়তার শীর্ষেও এই নেতা। স্থানীয়রা জানিয়েছেন, সাদেক খান ও ডিপজল দু’জনই ক্লিন ইমেজের মানুষ। তারা এলাকার প্রতিটি মানুষের মাঝে জনপ্রিয়। এই দুই আসন থেকে মনোনয়ন পেলে তারা অবশ্যই জয়ী হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতা চাই না, মানব সেবক চাই। মানুষকে যারা ভালো বাসতে পারে, আমি তাদেরকে মনোনয়ন দিবো। তারাই আমার প্রতিনিধি হয়ে রাজনীতির মাঠে থাকবে। আমার প্রতিনিধি লুটেরা হতে পারে না। রাজনীতি পরিছন্ন হতে হবে। নৌকা নিয়ে তাল বাহানা আর চলবে না। নেতা হতে জনস্বমর্থন চাই। মানুষ না চাইলে নৌকা নাই। সে লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই দুই মনোনয়নপ্রত্যাশী। সাদেক খান সাংবাদিকদের বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। সবাইকে এ প্রতীকে ভোট দিতে হবে। সরকারের এই উন্নয়ন ধরে রাখার জন্য নৌকার কোনো বিকল্প নেই। এ আসনে আমি মনোনয়ন পেলে আসনটি শেখ হাসিনাকে উপহার দিবো।
মনোয়ার হোসেন ডিপজল সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে আমি ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারবো।