টাইমস ২৪ ডটনেট, ঢাকা: অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব-বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তাদের দুদক কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী ও হেড অব ফাইন্যানসিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে ৩১ ডিসেম্বর ডাকা হয়েছে দুদকে। এরপর ২ জানুয়ারি ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সিঙ্গাপুরে একটি অফশোর কোম্পানি খুলে অর্থ পাচারের অভিযোগ তদন্তে এ বি ব্যাংকের এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার বাং ৩৪০ কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে হয়েছে এই বিপুল অংকের অর্থপাচার হয়েছে বিধায় সাবেক ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এ তদন্তে নেমেছে দুদক।