টাইমস ২৪ ডটনেট, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায়-গরিবদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘আলোর ঝলক’। শুক্রবার বিকেলে মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামে প্রায় ২শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এই সংগঠনটি কম্বল বিতরণ করে। সংগঠনের নেতারা বলেন, শীতে অনেক কষ্ট করে, ভালো শীতের কাপড় কিনতে পারেন না। তাদের কষ্ট আমরা অনুভব করতে পারি। তাই তাদের কষ্ট লাগবে, একটি করে শীতবস্ত্র তুলে দেয়া হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনুদ্দিন। আলোর ঝলক এর সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাজহারুল হক জাকির মাষ্টারের পরিচারনায় উপস্থিত ছিলেন জাকির হোসেন প্রিন্সিপাল অফিসার সোনালী লি রুহুল আমিন রেনু,
অলিউল্লাহ উজ্জ্বল, ডাঃ কফিল উদ্দিন, ডাঃ হারুন অর রশিদ, মজিবুর রহমান কাজল, আব্দুল কাদির সবুজ, হায়দার আলী হেলাল,মোজাম্মেল হক,হুমায়ুন আজাদ, টুটুল, নিশাদ সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা।
এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনুদ্দিন বলেন, এবারের শীতে আমরা অন্যান্য স্থানেও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতের কষ্ট দূর হবে। তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান।