বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডট নেট,ময়মনসিংহ থেকে : সমাজ কল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আওয়ামীলীগ এ সংবর্ধনার আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলন সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন, সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, নগর প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ । অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান।