মোঃ আঃ জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে প্রতিষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ আছিম শাখায় একটি ভ্যানগাড়ি প্রদান করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাঃ মোঃ আঃ কদ্দুছ। মঙ্গলবার (১১ আগষ্ট) তাঁর বাসভবনের সামনে থেকে ব্যাটারীচালিত ভ্যানগাড়িটি বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্থান্তর করেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম ফারুক আকন্দ, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলর চাঁন মাহমুদ সরকার ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ জনপদের প্রতিবন্ধী অনেক শিশুরা শারীরিক অক্ষমতার দরুণ দূরবর্তী কোন বিদ্যালয়ে যেতে পারে না। এখন ভ্যানযোগে অতি সহজে বিদ্যালয়ে আসতে পারবে। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাঁরা লেখাপড়া করে সমাজের মূল ধারায় ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এমনটা মনে করছেন সচেতন মহল।