ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় গোমস্তাপুর উপজেলায় বাজার তদারকিমুলক অভিযান চালিয়েছে। বুধবার (২৫ জুলাই) দুপুরে গোমস্তাপুর বাজারে পরিচালিত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, অভিযানে বাজারের চার ভাই রেস্তোঁরা ও তামান্না মিষ্টান্ন ভান্ডারকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াজাতকলণ ও দৃশ্যমাণ স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে যথাক্রমে ১০ ও ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম ও কোরাইশি মিল্লু সহায়তা করেন।